সুদূরপ্রসারী পরিকল্পনা, অধ্যবসায়, পরিশ্রম ও কাজের প্রতি একাগ্রতায় পারে মানুষকে উন্নতির শিখরে নিয়ে যেতে। করোনা মহামারী পরিস্থিতিও আমাদের অনেক কিছু শিখিয়েছে, যা গভীর অনুধাবনের মাধ্যমে প্রত্যেককে পরিপূর্ণতা দান করতে পারে।
রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘সাফল্যের গল্প কাহন’ অনুষ্ঠানে চলমান পর্বের অতিথি আলোচকের বক্তব্যে পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন এসব কথা বলেন। গত ১ জুন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে সমপ্রচারিত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব।তিনি আরো বলেন, পিএইচপি গ্রুপ সবসময় ব্যতিক্রমধর্মী ও চ্যালেঞ্জিং উদ্যোগ নিতে প্রস্তুত এবং সেই অনুযায়ী প্রতিনিয়ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।