সাফজয়ী মেয়েদের জন্য পুরস্কার ঘোষণা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩১ অক্টোবর, ২০২৪ at ৪:২৮ অপরাহ্ণ

পরপর দুইবার সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে রেকর্ড গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। গতকাল বুধবার নেপালের রাজধানী কাঠমন্ডুর রাজা দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

তাদের এই সাফল্যে সারা দেশের ফুটবল প্রেমীরা উল্লসিত। নারী ফুটবলারদের এই সাফল্যে আনন্দিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এবং তার পর্ষদও। তাইতো নারী ফুটবলারদের জন্য বিশেষ পুরষ্কারের ব্যবস্থা করারও ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, মেয়েদের এই সাফল্যে আমরাও সারা দেশের মানুষের মত আনন্দিত। আমরা এই নারী ফুটবলারদের বিশেষ পুরষ্কার প্রদান করব। তবে পুরষ্কারের পরিমাণ কত হবে সেটা জানাতে চাননি বোর্ড সভাপতি। বলেছেন বেশ ভাল এবং হ্যান্ডসাম পুরষ্কার দেওয়া হবে দেশের জন্য এতবড় সম্মান বয়ে আনা মেয়েদের।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে অপহৃত ব্যবসায়ী চকরিয়া থেকে উদ্ধার