সাপ্তাহিক চাটগাঁর সাংস্কৃতিক অনুষ্ঠান সম্প্রতি নগরীর মোমিন রোডে কদম মোবারক এমওয়াই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক নজরুল ইসলাম। অনুষ্ঠান উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় সদস্য কবি আশীষ সেন। অতিথি ছিলেন কবি মাহমুদুল হাসান নিজামী ও কবি চয়ন চক্রবর্ত্তী।
কবি সায়েম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক চাটগাঁর সহকারী সম্পাদক রোকন উদ্দীন আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সঙ্গীত পরিচালক অচিন্ত্য কুমার দাশ, সাংবাদিক বশির আল মামুন ও সংগঠক সজল দাশ। স্বরচিত কবিতা পাঠ এবং আবৃত্তি করেন কবি সঞ্চয় কুমার দাশ, শবনম ফেরদৌসী, সোমা মুৎসুদ্দী, আতাউল হক নিরব, অশেষ দাশগুপ্ত ও নজরুল ইসলাম চৌধুরী। সংগীত পরিবেশন করেন এসএন সরকার, পাপড়ি বৈরাগী ও বেবী দাশ নুপুর। প্রেস বিজ্ঞপ্তি।