সাপ্তাহিক চাটগাঁর শীতকালীন সাহিত্য আসর

| মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২৯ পূর্বাহ্ণ

ভাষা শহীদদের স্মরণে সাপ্তাহিক চাটগাঁর শীতকালীন সাহিত্য আসর গত ৬ ফেব্রুয়ারি নগরের মোমিন রোড কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক কবি নাফিক আবদুল্লাহ। আসর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান। তিনি বলেন, সাহিত্যচর্চা মানুষকে নৈতিক ও সুন্দর জীবনযাপনে অভ্যস্ত করে।

আসরে অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভানু রঞ্জন চক্রবর্ত্তী, খেলাঘরের কেন্দ্রীয় সদস্য কবি আশীষ সেন, চলচ্চিত্র অভিনেতা সজল চৌধুরী ও সাংবাদিক নজরুল ইসলাম। আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক চাটগাঁর সহকারী সম্পাদক রোকন উদ্দীন আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক ওচমান জাহাঙ্গীর ও পত্রিকার ডিজাইনার তাজুল ইসলাম শাহীন।

আসরে স্বরচিত ছড়া, কবিতা পাঠ এবং আবৃত্তি করেন তালুকদার হালিম, জামশেদ উদ্দিন চৌধুরী, লিটন কুমার চৌধুরী, অধ্যক্ষ জনার্দ্দন বনিক, জিতেন্দ্রলাল বড়ুয়া, নান্টু বড়ুয়া, অপু চৌধুরী, সঞ্চয় কুমার দাশ, আলমগীর হোসেন, কুতুব উদ্দিন বখতিয়ার, শবনম ফেরদৌসী, দীপিকা বড়ুয়া, আতাউল হক নিরব, অশেষ দাশগুপ্ত, নজরুল ইসলাম চৌধুরী, শহিদুল ইসলাম, নিলয় দে, নাফিক ইমরুল জামি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুসলমানদের ঈমান আক্বিদা সুরক্ষা করাই ছিল ইমাম শেরে বাংলার (রহ) জীবন দর্শন
পরবর্তী নিবন্ধউখিয়ায় রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা