সাপের কামড় এড়াতে করণীয়

| রবিবার , ২৩ জুন, ২০২৪ at ৫:৪১ পূর্বাহ্ণ

পরিবেশ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে রাসেলস ভাইপার থেকে রক্ষার বেশ কয়েক উপায়ের সন্ধান দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে : . যেসব এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে, সেসব এলাকায় চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। ২. লম্বা ঘাস, ঝোপঝাড়, কৃষি এলাকায় হাঁটার সময় সতর্ক থাকুন। গর্তের মধ্যে হাতপা ঢুকাবেন না। ৩. সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরুন। ৪. রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ৫. বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনামুক্ত রাখুন। ৬. পতিত গাছ, জ্বালানি লাকড়ি, খড় সরানোর সময় বিশেষ সাবধানতা অবলম্বন করুন। ৭. সাপ দেখলে তা ধরা বা মারার চেষ্টা করবেন না। প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ৩৩৩ নম্বরে কল করুন বা নিকটস্থ বন বিভাগের অফিসকে অবহিত করুন।

পূর্ববর্তী নিবন্ধসাপের কামড়ের ক্ষেত্রে করণীয়
পরবর্তী নিবন্ধআতঙ্কিত না হয়ে সাবধান ও সচেতন হওয়ার তাগিদ