সান্ত্বনার জয় পেল ডায়নামিক একাডেমি

শেখ রাসেল একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:৪৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় এবং এনএইচটি হোল্ডিংস লিঃ এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত শেখ রাসেল অনূর্ধ্ব১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় পেয়েছে ডায়নামিক ফুটবল একাডেমি। নিজেদের প্রথম ম্যাচে শোভনীয়া একাডেমির কাছে হেরেছিল ডায়নামিক ফুটবল একাডেমি। তবে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেল দলটি।

গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে ডায়নামিক ফুটবল একাডেমি ৪১ গোলে কুয়াইশ স্পায়ারকে পরাজিত করে। এটি তাদের সান্তনার জয়। কারন এই গ্রুপ থেকে টানা দুই ম্যাচে জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে শোভনীয়া ফুটবল একাডেমি। ডায়নামিক একাডেমি অন্তত একটি জয় পেয়েছে। গ্রুপের অপর দল কুয়াইশ স্পায়ার দুই ম্যাচেই হেরেছে। ফলে খালি হাতে বিদায় নিতে হয়েছে তাদের। এদিকে গতকালের ম্যাচে ডায়নামিক ফুটবল একাডেমির পক্ষে আবু মিজবা ২টি, শরিফউদ্দিন ও তাসমিন খান ১টি করে গোল করে। অপরদিকে কুয়াইশ স্পায়ার ফুটবল একাডেমির পক্ষে একমাত্র গোলটি করে মো. আলী। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ডায়নামিক ফুটবল একাডেমির আবু মিজবা।

খেলা শেষে তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস নির্বাহী সদস্য ও ফুটবল সম্পাদক মো. শাহজাহান। টুর্নামেন্টে আজকের একমাত্র খেলায় মুখোমুখি হবে আনোয়ারা ফুটবল একাডেমি এবং বিহঙ্গ ফুটবল একাডেমি। এম এ আজিজ স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে আনোয়ারা ফুটবল একাডেমি জিতলে তারা এই গ্রুপ থেকে চলে যাবে সেমিফাইনালে।

পূর্ববর্তী নিবন্ধএশিয়া কাপে খেলা অনিশ্চিত ইবাদতের
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ জয়ের পর কারমনা শুনলেন বাবার মৃত্যুর খবর