সানি লিওনির বাংলাদেশে আসার অনুমতি বাতিল

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৮:৪৩ পূর্বাহ্ণ

‘সোলজার’ নামে একটি বাংলাদেশি সিনেমার শুটিংয়ে অংশ নিতে বলিউড অভিনেত্রী সানি লিওনিকে ঢাকায় আসার অনুমতি দেওয়ার পর তা বাতিল করেছে সরকার। বুধবার তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্যকারণে’ করনজিৎ কর ওয়েভারের (সানি লিওনি) বাংলাদেশে আগমনের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করা হয়েছে। এর আগে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেটের আবেদনের প্রেক্ষিতে সানি লিওনিকে ঢাকায় আসার অনুমতি দিয়েছিল তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।
পরে তা বাতিলের কারণ জানতে মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র) সাইফুল ইসলামকে ফোন করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। সানি লিওনির দওয়ার্ক পারমিট বাতিলের বিষয়েও কোনো মন্তব্যও করতে চাননি প্রযোজক সেলিম খান। তিনি জানান, তিনি এখন আর সিনেমাটিই নির্মাণ করবেন না। তবে এর কোনো কারণ জানাতে চাননি তিনি। দেশি চলচ্চিত্রে বিদেশি অভিনয় শিল্পীদের অংশগ্রহণসংক্রান্ত নীতিমালা-২০২০ অনুযায়ী বাংলাদেশের কোনো সিনেমায় বিদেশি শিল্পীদের অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আবেদন জানায় প্রযোজনা প্রতিষ্ঠান, এফডিসির সুপারিশের ভিত্তিতে বিদেশি শিল্পীদের ‘ওয়ার্ক পারমিট’ দেওয়া হয়।
‘সোলজার’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে সানি লিওনিসহ ১০ জন ভারতীয় অভিনয়শিল্পী ও কলাকুশলীকে ওয়ার্ক পারমিট দিয়েছে তথ্য ও সমপ্রচার মন্ত্রণালয়। তাদের মধ্যে শুধু সানি লিওনির ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে, যুক্তরাষ্ট্রের পাসপোর্টে তার ঢাকায় আসার কথা ছিল। এর আগে সেলিম খানের আরেক প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘বিক্ষোভ’ নামে একটি চলচ্চিত্রে সানি লিওনির আইটেম গান রাখা হয়েছিল। পরে সিনেমা থেকে গানটি ফেলে দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠানটি।

পূর্ববর্তী নিবন্ধঅভিনয়ে আরো দক্ষ হতে দুই গুণীর ছাত্র হলেন ইরেশ
পরবর্তী নিবন্ধনেতৃত্বকে শেখার মঞ্চ হিসেবে দেখছেন তামিম