বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম বিভাগীয় পর্বের খেলায় চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল জয়লাভ করেছে। গতকাল বৃহস্পতিবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৫ উইকেটে চাঁদপুরের আল–আমিন একাডেমি স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। টসে জিতে আল–আমিন একাডেমি প্রথমে ব্যাট করতে নামে। ৪৪ ওভার খেলে সব উইকেট হারিয়ে তারা ১২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে ইলিয়াস আহমেদ হিমেলের ব্যাট থেকে। ৮৫ বল খেলে ৬টি চার এবং ১টি ছক্কার সাহায্যে হিমেল ৫৩ রান করে। মুন্তাসির আহমেদ ১২ রান সংগ্রহ করে। অতিরিক্ত থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান।
সানশাইন গ্রামারের আবদুল্লাহ ২৩ রান দিয়ে ৪টি উইকেট দখল করে। এছাড়া আদিল চৌধুরী ২টি উইকেট পায়। ১টি করে উইকেট নেয় মো. ইব্রাহীম,আওয়ান খান এবং মোসলিম উদ্দিন।
জবাবে সানশাইন গ্রামার স্কুল ২০.২ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে নেয়। দলের পক্ষে ওপেনার মিফতাহুল আলম ২৬ বল খেলে ৪টি চার এবং ৩টি ছক্কায় ৩৯ রান সংগ্রহ করে। মাহির আনোয়ার ৩২ বল খেলে ৫টি চার এবং ৪টি ছক্কায় সর্বোচ্চ ৪৭ রান করে। জুনাইদ হোসেন ২৩ রান করে অপরাজিত থাকে। আল–আমিন একাডেমির আল মামুন ৩২ রান দিয়ে একাই চার উইকেট তুলে নেয়।