অতীত নিয়ে পড়ে থেকো না
অতীত চলার পথে বাধা হয়ে দাঁড়ায়
ভবিষ্যতের কথাও বেশি ভেবো না
ক্ষণস্থায়ী জীবনে কখন কী ঘটে
কেউ বলতে পারে না
বরং বর্তমান নিয়ে থাকো
হাসি আনন্দে থাকো।
দুঃখগুলোকে বেশি প্রশ্রয় দিও না
ওরা অতীতে নিয়ে যায় কাঁদায়
জীবনকে দুর্বিষহ করে তোলে
নতুন করে বাঁচো,
অতীতের কথা ভেবে
জীবনকে স্থির রেখো না
সামনের দিকে আগাও
আলোর পরশ খোঁজ
হয়তো রাতের আঁধার কেটে
পাবে নতুন ভোরের আলো।
বর্তমানকে অনুভব করো।
সাধ্যের মধ্যে সুখ খোঁজ
বর্তমানের কর্মধারায় আগামীর
পথচলা মসৃণ করবে
নতুন করে বাঁচো।