আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন এবং বিভিন্ন সামাজিক সংস্থার উদ্যোগে গতকাল বিভিন্নস্থানে খাদ্যসামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, রমজান মাসে সাধ্যমত সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে হবে।
মোস্তফা হাকিম গ্রুপ : সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনজুর আলম অতীতের ধারাবাহিকতায় ২০২৩ সালের পবিত্র রমজান মাসের আল্লাহর রহমত, মাগফেরাত ও নাজাতের উছিলায় চট্টগ্রাম নগরীর ১০, ২৩, ২৪ ও ২৬ নং ওয়ার্ডের ৫০০০ রোজাদার অস্বচ্ছল পরিবারদের মাঝে ইফতার ও সেহেরীর সামগ্রী বিতরণ করেছেন। বুধবার দিনব্যাপী উল্লেখিত ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালিত হয়।
ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ কালে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, রোজাদারদের হাতে কিছু ইফতার ও সেহেরী সামগ্রী তুলে দিতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, সাবেক কাউন্সিলর লায়ন মোহাম্মদ হোসেন, সিরাজুল ইসলাম, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইলিয়াছ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হুরে আরা বেগম ও জাহেদা বেগম পপি সহ রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সাইফুদ্দিন সাকী, আব্বাস রশিদ, ডা. এটিএম ফরিদউদ্দিন, আবদুল হান্নান, নেছার আহমদ, অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম সহ অন্যরা বক্তব্য রাখেন।

ফিরিঙ্গী বাজার ওয়ার্ড : ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের নিজস্ব অর্থায়নে ও তাঁর পিতা মরহুম আবদুল আজিম স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন। কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, সংরক্ষিত কাউন্সিলর ৩৩, ৩৪ ও ৩৫ লুৎফুন্নেছা দোভাষ বেবী, অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। এতে আরো উপস্থিত ছিলেন, মো. হোসেন, কাজী বেলাল আহমেদ, রায়হান ইউসুফ, আবদুল হাই, জামাল উদ্দিন সেকান্দর, তারেক সর্দার, হোসেন সওদাগর, আব্দুল আজিজ ইদু, হাজী নাছির আহমেদ, লিটন রায় চৌধুরী, খোরশেদ আলম রহমান, সাইফুদ্দিন আহমেদ, তানভীর আহমেদ রিংকু, মাসুদ করিম, ইসতেহার উদ্দিন পারভেজ, আফসার উদ্দিন আহমেদ, ওসমান গণি বাবলু, মিজানুর রহমান, আবদুল আজিজ, এনামুল হক, আবদুল মতিন, আতিকুর রহমান, মো. কামরুজ্জামান, অসিউর রহমান, মো. তাজউদ্দিন, মোঃ. নাদিম, আকতার মিয়া, আমিনুল ইসলাম সাহেদ, শফিউল আলম জনি, সোহেল হক, মোহাম্মদ আজম, নজরুল ইসলাম, অনিন্দ্য দেব, আসিফুল হক সিফাত, ইসতিয়াক আহমেদ, রিজভী, সম্রাট, আবদুল জুয়েল প্রমুখ।

মমতা : শ্রমজীবী ও নিন্ম আয়ের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে তাদের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা বিতরণ করে বেসরকারী উন্নয়ন সংস্থা মমতা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, মশুর ডাল, পেঁয়াজ, তেল, আলু, চিড়া, মুড়ি সহ অন্যান্য উপকরণ। গত ২৯ মার্চ নগরীর হালিশহরস্থ মমতার প্রধান কার্যালয়ের সম্মুখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী শ্রমজীবীদের মাঝে বিতরণ করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। এসময় উপস্থিত ছিলেন মমতার উপ–প্রধান নির্বাহী মো. ফারুক, সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আন্তর্জাতিক ব্রান্ড লুলুলেমনের সহায়তায় ডাব্লিউইডাব্লিউডাব্লিউএলএসডি প্রকল্পের আওতায় মোট ৭০ জনের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আশ্বাস : নগরীর চাঁন্দগাও ফরিদা পাড়া এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন আশ্বাসের উদ্যোগে প্রায় ২০০ পরিবারের মধ্যে কাঁচা ইফতার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া। এ সময় আকবর মুন্সি জামে মসজিদের মোয়াজ্জেম জসিম উদ্দীন, আশ্বাস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন সাকিব উদ্দীন সৌরভ, এডমিন ওসমান ফারুক, এডমিন নিশাত সাবরিনা তাসনিয়া, সদস্য মুশফিকুল আলম, রবিউল হোসেন তৌহিদ, মোহাম্মদ আলী, আরমান হোসেন, মোহাম্মদ সজীব ও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বোয়ালখালী হাজী জানে আলম উচ্চ বিদ্যালয় : পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বোয়ালখালীতে হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী জানে আলমের পক্ষ থেকে ৫ হাজার অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয় মাঠে পীরে কামেল হযরত নুর মোহাম্মদের (মা.জি.আ.) মোনাজাত পরিচালনার পর ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম বাবুল। প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম রাজা। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। চরখিজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবু নঈম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, আ.লীগ নেতা মোহাম্মদ জানে আলম, মাহাবুব আলম, মো. তৈয়ব, শাহাজাহান, অনুপ দাশ, মো. ইব্রাহীম চৌধুরী, মো. সেলিম, সাংবাদিক সিরাজুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, জগন্নাথ চৌধুরী লুগু, মোজাহের আলম, আবুল হাসেম, জাহিদুল ইসলাম জয়, মনসুর আলম বাবলা, আতিক উর রহমান, নুরুল কবির, মৌলানা আবদুল মাবদু, মোজাম্মেল হক মানিক, সাদেক হোসেন, দেলোয়ার হোসেন, আলতাফ, খোরশেদ আলম মুন্সী প্রমুখ।

জহোরা–জমির হেফ্জ ও এতিমখানা : উত্তর কাট্টলী আলী হাট জোহরা–জমির হেফজ ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল গত ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক চসিক প্যানেল মেয়র ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মন্জু। উপস্থিত ছিলেন মোঃ শফি, মোঃ আবুল কাশেম, মোঃ আসলাম, আবু সুফিয়ান, মোঃ হারুন উর রশীদ (এম.এ) জাহেদ আলী, রোকন উদ্দিন চৌধুরী, আবু তৈয়ব ইমন।

ফয়জুল আরাফাহ ফাউন্ডেশন : ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম ২৭ মার্চ প্রবাসী মোহাম্মদ এহেছান চৌধুরীর সৌজন্যে ২৫০ জন মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন। সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এহেছান চৌধুরী, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড এ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, পলি হাসপাতালের পরিচালক মিজানুর রহমান সোহেল, এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী, সংগঠক মুহিতুল ইসলাম সিদ্দিকী আদিল, মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, মাওলানা মাহমুদুল করিম, মাওলানা মুহাম্মদ শাহাব উদ্দিন, মোহাম্মদ তায়েফ, মোহাম্মদ নজরুল ইসলাম ও মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।

চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদ : নগরীতে চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসনাতের সৌজন্যে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ ওয়াহিদুল আলম ওয়াহিদ, চান্দগাঁও শেখ রাসেল স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আবিদ হাসনাত চৌধুরী, প্রচার সম্পাদক মেহেদী হাসান শাকিল, সহ–ক্রিড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসনাত, শেখ রাসেল স্মৃতি পরিষদের কার্যনির্বাহী সদস্য আশিক, নাঈম তানভীর প্রমুখ। নেতৃবৃন্দ পুরো রমজান মাস মানবতার কল্যাণে রোজাদারদের পাশে থাকার অভিমত ব্যক্ত করেন।












