ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) বিতর্কিত সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী চিত্রা রামকৃষ্ণা ও এক অজ্ঞাত ‘সাধুর’ মধ্যে চালাচালি হওয়া ইমেইলগুলো ভালোভাবে খতিয়ে দেখতে হচ্ছে দেশটির বাজার নিয়ন্ত্রক সংস্থার তদন্ত কর্মকর্তাদের। ওই ইমেইলগুলোতে রামকৃষ্ণা আর ওই অজ্ঞাত ‘সাধু’ দুজনই শব্দ বা বাক্যের মাধ্যমে কোনো কোড বা সংকেত ব্যবহার করেছেন বলেই সন্দেহ করছেন তারা। খবর বিডিনিউজের।
ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ‘সাধু’ মূলত সেসব ইমেইলে কীভাবে এনএসই চালাতে হবে
রামকৃষ্ণাকে সে সম্পর্কিত নির্দেশনাই দিতেন; তবে কয়েকটি ইমেইলের কিছু কিছু অনুচ্ছেদ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) তদন্ত কর্মকর্তাদের গোলকধাঁধায় ফেলে দিয়েছে।