সাধারণ মানুষ কেন বিএনপির অপরাজনীতি ও হিংস্রতার শিকার হলো

তথ্যমন্ত্রীর প্রশ্ন

| বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

সাধারণ মানুষগুলো কেন বিএনপির অপরাজনীতি ও হিংস্রতার শিকার হলো, বিএনপির কাছে প্রশ্ন রেখেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গণমাধ্যমের প্রতি অনুরোধ, যাদের কর্ণকুহরে এদের কান্নাআর্তনাদ পৌঁছায় না, তাদের কাছে এদের কান্নাআর্তনাদটা পৌঁছে দেবেন, বলেন তিনি। মন্ত্রী গতকাল মঙ্গলবার রাজধানীর কামরুজ্জামান সরণীতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বিএনপি জামায়াতের ডাকা অবরোধহরতালে পেট্রোলবোমা হামলায় আহতদের চিকিৎসা সেবা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ প্রশ্ন রাখেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ইনস্টিটিউটের প্রধান সমন্বক ডা. সামন্ত লাল সেন ও চিকিৎসকবৃন্দদ এ সময় উপস্থিত ছিলেন। খবর বাসসের।

নিজেদের রাজনৈতিক দাবিদাওয়ার জন্য, দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসনের মুক্তির জন্য, তাদের তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের দাবিএগুলোর জন্য সাধারণ মানুষের ওপর বোমা নিক্ষেপ, আগুনে পুড়িয়ে মারাএটি কেউ কল্পনাও করতে পারে না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীর কোথাও গত কয়েক দশকে রাজনৈতিক দাবিদাওয়ার জন্য এভাবে মানুষ পুড়িয়ে হত্যা করা হয়নি।

হাছান মাহমুদ বলেন, বিএনপিজামাতের এরা পাকিস্তানি বাহিনীর চেয়েও হিংস্র হয়ে গেছে। পাকিস্তানি বাহিনী গুলি করে মানুষ হত্যা করেছে কিন্তু জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারে নাই। ডেমরাতে মধ্যরাতে বাসে পেট্রোলবোমা নিক্ষেপ করার পর একজন হেলপার বাসের মধ্যেই মারা গেছে। আরেকজন এখানে কোনোরকমে বেঁচে আছে, সে এখনও শঙ্কা মুক্ত নয়।

পূর্ববর্তী নিবন্ধতফসিল ঘোষণা হতে পারে আজ
পরবর্তী নিবন্ধবাঁকখালীর কস্তুরাঘাট এলাকায় আবার দখল