সাধারণ মানুষের মৌলিক চাহিদা প্রসঙ্গে

| শনিবার , ২৯ এপ্রিল, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

সরকার মুখে মুখে উন্নয়নের অনেক কথা বলে বেড়াচ্ছে। বিভিন্ন সূচকের উন্নতির কথা বলছে। সরকারের এসব কথা শুনে সাধারণ মানুষ অনেকটাই ক্লান্ত ও নির্বিকার হয়ে পড়েছে। তারা সইতেও পারছে না, বলতেও পারছে না। সরকার বলছে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। অথচ এটা সবারই জানা এর মধ্যে বিরাট শুভংকরের ফাঁকি রয়েছে। কারণ কোটি কোটি বেকার, যারা কাজই করে না, তাদের আয় বাড়ে কীভাবে? আবার সরকার এ কথাও বলছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। এ কথা বলে না, যতটুকু বেড়েছে, জিনিসপত্রের দাম ও তার তিন গুণ বেড়ে গেছে। এই আয় বৃদ্ধি দিয়ে সাধারণ মানুষ তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না। তাহলে এই বৃদ্ধি হলেই কি আর না হলেই কী! সাধারণ মানুষ তো আয়ের এই বৃদ্ধি চায় না। তারা চায় আয় কম হলেও জিনিসপত্রের দাম নাগালের মধ্যে থাকুক। সাধারণ মানুষ চায় তার সংসারটি ঠিকমতো চলছে কিনা, টানাপোড়েন ছাড়া প্রয়োজন অনুযায়ী তিন বেলা খেতে পারছে কিনা। এ প্রয়োজন মিটলেই তার আর তেমন কিছু লাগে না। দুঃখের বিষয় সাধারণ মানুষ এই মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না।

এম. . গফুর

বলুয়ার দিঘির দক্ষিণপশ্চিম পাড়

কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআবেদ হোসেন খান : সুরকার ও উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী
পরবর্তী নিবন্ধবিরহী অন্তঃপুর