সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই জামায়াতের মূল লক্ষ্য

পশ্চিম খুলশীতে উঠান বৈঠকে অধ্যক্ষ হেলালী

| মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:১২ অপরাহ্ণ

নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, দেশের বাস্তব উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রধান লক্ষ্য হওয়া উচিত পিছিয়ে পড়া সাধারণ মানুষের কল্যাণ। শুধুমাত্র ভোটে জয়লাভ অর্জন নয়, তাই সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেই জামায়াতের মূল লক্ষ্য।

গত ৫ অক্টোবর পশ্চিম খুলশীর শতাব্দী হাউজিং সোসাইটিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমরান সিকদার। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, সাবেক কাউন্সিলর মাহফুজুল আলম ও শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার।

অনুষ্ঠানে পলিটেকনিক সাংগঠনিক ওয়ার্ডের সহকারী সেক্রেটারি মেজবাহ উদ্দীনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, মোহাম্মাদ নূর নবীর , মোহাম্মদ রফিক, মিজানুর রহমান, মেজবাহ উদ্দীন, মোহাম্মদ আলী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন অধ্যক্ষ খায়রুল বশর চৌধুরী (রহ.)
পরবর্তী নিবন্ধগ্রী ফরচুন অফার ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন