সাধারণ মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে

পটিয়ায় নগদ অর্থ বিতরণে সামশুল হক এমপি

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ জুন, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তাই এদেশের জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরদ আছে। সাধারণ মানুষের কল্যাণে সরকার নানা প্রকার ভাতা প্রদান ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। গত শনিবার দুপুরে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের অসহায়দের মাঝে নগদ অর্থ, শিশু খাদ্য ও গো খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শোভনদন্ডী ইউপি চেয়ারম্যান এহসানুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুল কবিরের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, ইউএনও ফয়সাল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাদাত হোসেন ফরিদ, আলমগীর খালেদ, আবুল হাসান খোকন, ফজলুল হক মহব্বত, রাজিয়া সুলতানা, নজরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইস্ট এন্ড কনস্ট্রাকশন ও ম্যাক্স হাসপাতালের চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধখুলশীতে টিপছোরাসহ ইয়াবা কারবারি গ্রেপ্তার