সাধারণ মানুষের আস্থা অর্জনে জাসাসকে ভূমিকা রাখতে হবে

জাসাসের সাথে মতবিনিময়ে খসরু

| শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৬:২৭ পূর্বাহ্ণ

জাতীয়বাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের গণসংযোগ কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগরীর দায়িত্বপ্রাপ্ত সংগীত শিল্পী আবদুল মান্নান রানার নেতৃত্বে চট্টগ্রাম মহানগর জাসাসের শিল্পী ও নেতৃবৃন্দ বিএনপির জাতীয় স্থাডী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় বিএনপির এই নেতা বলেন, সাধারণ মানুষের আস্থা অর্জনে জাসাসকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

এ সময় মহানগর বিএনপি, অংগসংঠনের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় জাসাসের নির্বাচনী সাংস্কৃতিক কমিটির সদস্য নাজমা সাঈদ, নগর জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক দোস্ত মোহাম্মদ, যুগ্ম আহবায়ক খন্দকার সাইফুল ইসলাম, শিল্পী সৈয়দ জিয়া উদ্দীনসহ নগর জাসাসের শিল্পী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষ মার্কা সমর্থনে জাসাস নেতা মো: আবুল কালামের কথায় ও কন্ঠে জাসাস শিল্পী নাহিদা বেগম লাকী ও দোস্ত মোহাম্মদের গাওয়া একটি নির্বাচনী গান, টি শার্ট ও টুপি হস্তান্তর করেন নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাপার শাসনামল স্বর্ণ যুগ হিসেবে প্রতিষ্ঠিত
পরবর্তী নিবন্ধঅধ্যক্ষ মুসলেহ উদ্দিন (রহ.) ছিলেন যুগশ্রেষ্ঠ সমাজ সংস্কারক