চট্টগ্রাম–১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এ দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সরকারের বিকল্প নেই। কারণ দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব একমাত্র বিএনপির হাতে নিরাপদ। দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দ বিএনপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে।
গতকাল শুক্রবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ারা উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক মোশারফ হোসেনের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল ও আবুল কালাম আবুর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি শফিউল আলম জাকারিয়া চৌধুরী, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির আনসার, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, মো. হাছান চৌধুরী, সাবেক ছাত্রনেতা মো. সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. আখতারুন্নবী চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আবু তাহের, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক, উপজেলা ছাত্রদল নেতা ওয়াহিদ, জুয়েলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন।












