সাধারণ গৃহিণীর চরিত্রে রুনা খান

| রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

এই পৃথিবীর সব মানুষেরই কিছু প্রবল ইচ্ছা ও স্বপ্ন থাকে। তবে এই নিষ্ঠুর সমাজ বাস্তবতা নানা দোহাই দেখিয়ে বারবার সেই স্বপ্নকে হত্যা করার চেষ্টা করে। এমনই এক সমাজের সাথে সংসারের মায়া জালে আটকে পড়া এক সাধারণ গৃহিণীর দ্বন্দ্ব নিয়ে নির্মিত হয়েছে শর্টফিল্ম ‘আয়েশার সমুদ্র যাত্রা’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেত্রী রুনা খান। যিনি টেলিভিশন নাটকের পাশাপাশি একাধিক ওয়েব কন্টেন্ট এ অভিনয় করে প্রশংসিত হয়েছেন। বিশেষ করে আশফাক নিপুণের ‘কষ্টনীড়’ এ তার অভিনয় বাংলাদেশের দর্শকদের পাশাপাশি মুগ্ধ করেছে পশ্চিমবঙ্গের দর্শকদেরও। রুনা খান ছাড়াও ‘আয়েশার সমুদ্র যাত্রা’য় অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তাছাড়া অভিনয় করেছেন মৃত্তিকা হক, অমৃতা সাহা এবং নবনীতা। স্‌প্ল্যাশ প্রিমিয়ারের প্রযোজনায় ১ এপ্রিল মুক্তি পেয়েছে শর্টফিল্মটি। যা নির্মাণ করেছেন প্রদীপ্ত সাহা এবং পরিবেশনায় রয়েছে বীরপুরুষ ফিল্মস। নির্মাতা জানান, শর্টফিল্মটি চিত্রিত হয়েছে ঢাকা ও বরিশালের বিভিন্ন লোকেশনে।

পূর্ববর্তী নিবন্ধবাপ্পি লাহিড়ী হাসপাতালে অবস্থা স্থিতিশীল
পরবর্তী নিবন্ধকরোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে মৌসুমী