সাধারণে ৭ ও সংরক্ষিত ওয়ার্ডে ১ বিদ্রোহী কাউন্সিলর জয়ী

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ৫:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ ওয়ার্ডে কাউন্সিলরদের মধ্যে ৭ জন দলীয় সমর্থন ছাড়া বিদ্রোহী প্রার্থী থেকে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ১৪ জন সংরক্ষিত ওয়ার্ডের সংরক্ষিত ১, ২ ও ৩ থেকে বিদ্রোহী নির্বাচিত হয়েছেন। সাধারণ ওয়ার্ডের মধ্যে দলীয় সমর্থন ব্যতীত নির্বাচিত বিদ্রোহীরা হলেন-২নং জালালাবাদ ওয়ার্ডে সাহেদ ইকবাল বাবু (ঝুড়ি)। ৩নং পাঁচলাইশ ওয়ার্ডে শফিকুল ইসলাম (মিষ্টি কুমড়া)। ৪নং চান্দগাঁ ওয়ার্ডে এসরারুল হক (ঘুড়ি)। ৯নং পাহাড়তলী ওয়ার্ডে জহুরুল আলম জসিম (মিষ্টি কুমড়া)। ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন হাসান মুরাদ বিপ্লব (মিষ্টি কুমড়া), ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ডে মোর্শেদ আলী ও ২৬ নং ওয়ার্ডে মোহাম্মদ ইলিয়াছ।

পূর্ববর্তী নিবন্ধপাথরঘাটায় ইভিএম ভাঙচুর
পরবর্তী নিবন্ধকাউন্সিলর পদে কে কত ভোট পেলেন