সাধনপুর পল্লী মঙ্গল সমিতির প্রস্তুতি সভা

| শনিবার , ১৬ আগস্ট, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

বাঁশখালীর ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সাধনপুর পল্লী মঙ্গল সমিতির শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা গত ৮ আগস্ট সমিতির দুর্গাপূজা মণ্ডপে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাধনপুর পল্লী মঙ্গল সমিতির সভাপতি লায়ন শেখর দত্ত। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক দোলন দাশের সঞ্চালনায় শুরুতে গীতাপাঠ করেন সাধনপুর সৎসংঘ আশ্রমের প্রতিনিধি শুভ দাশ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার নন্দী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি সুদর্শন দে, সহসভাপতি লায়ন মুনমুন দত্ত মুন্না, অর্থ সম্পাদক ইউপি সদস্য নন্দন দে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা অ্যাড. অনুপম বিশ্বাস। সভায় সর্বসম্মতিতে সমিতির ভূমিদাতা পরিবারের জ্যেষ্ঠ সদস্য তাপস কুমার নন্দীকে সভাপতি, অ্যাড. শিবুতোষ দাশকে সাধারণ সম্পাদক ও শিক্ষাবিদ কুমার দেবাশীষ দত্তকে অর্থ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট শতবর্ষ উদযাপন পরিষদ গঠন করা হয়। সভায় সকলের সম্মতিতে মাসব্যাপী সমিতির শতবর্ষ উৎসব পালনে সিদ্ধান্ত গৃহীত হয় এবং শতবর্ষ উদযাপনের লোগো উন্মোচন করা হয়। এছাড়াও সভায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে ব্যাপক কর্মসূচির ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে মার্কেট পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা ডা. শেখ আলী আহমদের বার্ষিক ফাতেহা