বাঁশখালীর সাধনপুরে ও বৈলছড়িতে পৃথক অভিযানে অবৈধভাবে পাহাড় কাটায় একটি খননযন্ত্র জব্দ এবং ৫০ হাজার টাকা করে দুজনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় প্রশাসন এবং বনবিভাগ সূত্রে জানা যায়, বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নতুনপাড়া এলাকায় পাহাড় কেটে বাড়ি নির্মাণ করায় মৃত আব্দুল লতিফের পুত্র খোরশেদ আলম (৫১) কে ৫০ হাজার টাকা জরিমানা এবং নির্মাণ সামগ্রী জব্দ করা হয়।
গতকাল সোমবার বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে রোববার ৩ নং ওয়ার্ডের পূর্ব বৈলছড়ি নতুন পাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটায় ব্যবহৃত একটি খননযন্ত্র জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মৃত শরফুদ্দিনের পুত্র সৈয়দ আহম্মদ (৭০), কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা কালে থানা পুলিশ ও বনবিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা সাথে ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাধনপুর ও বৈলছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি খননযন্ত্র , মালামাল জব্দ করা হয় ।
দুজনকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। তিনি যেখানে অবৈধভাবে পাহাড় কিংবা মাটি কাটা হবে সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় ও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।












