বাঁশখালীর সাধনপুরে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার সময় সাধনপুর ইউনিয়নের ঝিনজি ফকিরের মাজারের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম খানখানাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম রায়ছটা গ্রামের বাসিন্দা।
খানখানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বদরুদ্দিন চৌধুরী ও নিহতের আত্মীয়রা জানান, রাস্তা পার সময় দ্রুত গতির একটি মিনি ট্রাক আবুল কাশেমকে ধাক্কা দিলে তিনি অনেক দূরে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
বাঁশখালীর রামদাশ হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী বলেন, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। দুর্ঘটনাকবলিত গাড়িটি ট্রেস করার চেষ্টা চলছে। নিহতের পরিবার মামলা কিংবা আইনগত সহায়তা চাইলে সহায়তা করা হবে।