সাধনপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ছাই

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের রাতা কৈব্যর্ত্ত পাড়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি বসতঘর আগুনে সম্পূর্ণ পুঁড়ে ছাই হয়ে গেছে । শনিবার (১২এপ্রিল) সকালে হঠাৎ অগ্নিকান্ড সংগঠিত হলে এলাকাবাসী এগিয়ে আসার আগেই ৪টি বাড়ির সকল মালামাল পুঁড়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এতে ক্ষতিগ্রস্তরা হলেন যদুনাথ দাশ, রঞ্জিত দাশ, সজল দাশ এবং লিটন দাশ এর বাড়ি। এলাকাবাসী’র ধারনা বৈদ্যুতিক অথবা চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ড সংগঠিত হতে পারে। সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল ঘটনাস্থল পরিদর্শন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা প্রদান এবং প্রশাসনের পক্ষ থেকে আরো সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।

পূর্ববর্তী নিবন্ধতঞ্চঙ্গ্যা সমপ্রদায়ের বিষু উদযাপন
পরবর্তী নিবন্ধচন্দনাইশে ১ হাজার চক্ষুরোগীকে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান