দক্ষিণ রাউজানের পূর্ব গুজরাস্থ শ্রীশ্রী দশভুজা ও সাধক রঘুনন্দন চৌধুরী ধ্যানপীঠ পরিচালনা পরিষদের উদ্যোগে ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। আজ বুধবার গীতাপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুভ অধিবাস পৌরহিত্য করবেন শ্রীল মুরালী দাস গোস্বামী। রাত ১০টায় অন্নপ্রসাদ আস্বাদন। আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার ষোড়শ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন। এতে অনুষ্ঠানের প্রতি দিবসে দিবা–রাত্রি অন্নপ্রসাদ আস্বাদনের ব্যবস্থা রয়েছে। সকল ভক্তপ্রাণ নর–নারীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য পরিচালনা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুরোধ জ্ঞাপন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।