দক্ষিণ রাউজানের পূর্ব গুজরায় শ্রীশ্রী দশভুজা ও সাধক রঘুনন্দন চৌধুরী ধ্যানপীঠ পরিচালনা পরিষদের উদ্যোগে রঘুনন্দন ভবনে সাধক শ্রীশ্রী রঘুনন্দন চৌধুরীর মহোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব্ব করেন পরিচালনার পরিষদের সহসভাপতি মৃদুল কান্তি দাশগুপ্ত। অর্থ সম্পাদক তরুণ তপন নন্দী ও যুগ্ম সাধারণ সম্পাদক কানু রাম দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ মহাজন। বক্তব্য রাখেন সত্যরঞ্জন দাশ, প্রণব কান্তি দাশ, কার্ত্তিক দত্ত, সুমন্ত নন্দী, অমর কৃষ্ণ বিশ্বাস, আশীষ চক্রবর্ত্তী, সুকান্ত নন্দী, সুব্রত কুমার দে, বাবলু নন্দী, সত্যব্রত দাশ, চন্দন বিশ্বাস, শ্যামল দাশ, রিটন মহাজন, রবি বিশ্বাস, শিমুল দে, তপন বৈদ্য, বসু ঘোষ, রুবেল শীল, বাপ্পী রাম দাশ, নিকেল দাশ, বাবু চৌধুরী, শম্ভু চৌধুরী, যাদব নন্দী, সুজিত দে, মিলন বৈদ্য, সুপন বিশ্বাস ও সুমন দাশগুপ্ত। সভায় আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে তিনদিনব্যাপী সাধক রঘুনন্দন চৌধুরীর ৩৯৯তম আবির্ভাব বার্ষিকী মহোৎসব করার সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।