ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল) আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যান (ডিজঅনার) মামলায় সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিনকে এক বছর করে মোট ৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে চেকের সমপরিমাণ ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ মোহাম্মদ হাসান এ রায় ঘোষণা করেন। এ সময় মোহাম্মদ মহসিন কাঠগড়ায় হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রাকিব আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ন্যাশনাল ব্যাংকের করা পাঁচটি চেক প্রতারণা মামলার রায়ের জন্য দিন ধার্য ছিল আজকে (গতকাল)। এরই ধারাবাহিকতায় রায় ঘোষণা করেছেন বিচারক। রায়ে পাঁচটি মামলার প্রত্যেকটিতে সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি চেকের সমপরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় মোহাম্মদ মহসিন হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্র জানায়, ন্যাশনাল ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেন মোহাম্মদ মহসিন। এর বিপরীতে ব্যাংককে তিনি চেক দেন। উক্ত চেক ডিজঅনার হলে ২০২০ ও ২০২২ সালে ব্যাংকের পক্ষ থেকে মামলাগুলো করা হয়।
উল্লেখ্য, সর্বশেষ গত বছরের ৫ নভেম্বর উত্তরা ব্যাংক লালদিঘি শাখার ১০৫ কোটি ১৫ লাখ ৫১ হাজার ৮১৪ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় সাদ মুসা গ্রুপের এমডি মোহাম্মদ মহসিন ও তার স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীকে ৫ মাসের দেওয়ানি আটকাদেশ দেয় চট্টগ্রামের অর্থঋণ আদালত। একইসাথে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।