সাদ্দাম হোসেনের মেয়ের সাত বছরের কারাদণ্ড

| মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৭:০২ পূর্বাহ্ণ

বাগদাদের একটি আদালত রোববার ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নির্বাসিত মেয়ে রাঘাদ সাদ্দামকে বাবার নিষিদ্ধ বাথ পার্টির প্রচার করার জন্য সাত বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের সময় সাদ্দাম হোসেনের পতনের পর দলটি বিলুপ্ত ও নিষিদ্ধ করা হয়। রায়ে, রাঘাদ সাদ্দাম হোসেনকে নিষিদ্ধ বাথ পার্টির কার্যকলাপ প্রচার করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়। ২০২১ সালে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বাথ পার্টির প্রশংসা করে প্রচারণা চালান রাঘাদ সাদ্দাম। খবর বাংলানিউজের।

২০২১ সালে রাঘাদ সৌদি মালিকানাধীন আলআরাবিয়া চ্যানেলে ১৭৭৯ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তার বাবার শাসনামলে ইরাকের পরিস্থিতি সম্পর্কে কথা বলেন। এসময় তার বাবার শাসনামলকে তিনি গৌরব ও সমৃদ্ধির বলে দাবি করেন। রাঘাদ তার বোন রানার সঙ্গে জর্ডানে থাকেন। তাদের ভাই উদয় হুসাইন এবং কুশে হুসাইন ২০০৩ সালে মসুলে মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হয়। সংখ্যাগরিষ্ঠ ইরাকিদের মতে, সাদ্দাম হোসেনের শাসনের চতুর্থ শতাব্দীকে এখনও নির্মম দমনপীড়নের সময় হিসেবে দেখা হয়।

পূর্ববর্তী নিবন্ধগাজায় নির্যাতনের মধ্যে বাস করছেন স্কটিশ মন্ত্রীর শ্বশুর-শাশুড়ি
পরবর্তী নিবন্ধইরানে হিজাব না পরায় নীতি পুলিশের হাতে আক্রান্ত কিশোরী ব্রেন ডেড