পাকিস্তানের সাদা বলের ক্রিকেটের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন মাইক হেসন। পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভী আনুষ্ঠানিকভাবে নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার ও প্রখ্যাত কোচের নাম ঘোষণা করেছেন। বর্তমানে পিএসএল ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন হেসন। আগামী ২৬ মে পাকিস্তান শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এর একদিন পরই বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে মোহাম্মদ রিজওয়ানরা। সর্বশেষ স্থায়ী প্রধান কোচ ছিলেন ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেন। তিনি স্বল্প সময়ের পাকিস্তান অধ্যায় চুকিয়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নেন সাবেক পাক পেসার আকিব জাভেদ। তার অধীনে কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে বাবর–শাহিনরা। কিন্তু জাভেদের সঙ্গেও পিসিবির চুক্তি মেয়াদ ফুরোয় গত ফেব্রুয়ারিতে। এরপরই তিনি আর চুক্তি নবায়ন করবেন না বলে জানিয়ে দেন। পিসিবি তাদের প্রধান কোচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছিলু কোচ পদের জন্য প্রার্থিতা করা ব্যক্তির লেভেল–থ্রি পর্যায়ের সনদ লাগবে এবং তাকে ঘরোয়া এবং আন্তর্জাতিক পর্যায়ের ক্রিকেটে কমপক্ষে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সে দৃষ্টিকোণ থেকে অনেকেই হেসনকে এগিয়ে রাখছিলেন পাকিস্তানের সম্ভাব্য কোচের দৌড়ে।