ইংল্যান্ডের ওয়ানডে ও টি–টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যাটার হ্যারি ব্রুক। ২৬ বছর বয়সী এই ইয়র্কশায়ার ক্রিকেটার সদ্য পদত্যাগ করা জস বাটলার–এর স্থলাভিষিক্ত হলেন। বাটলার চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর সরে দাঁড়ান। ব্রুক এখন থেকে উভয় ফরম্যাটেই (ওয়ানডে ও টি–টোয়েন্টি) নেতৃত্ব দেবেন। গত এক বছরে ব্রুক ছিলেন ইংল্যান্ড ওয়ানডে ও টি–টোয়েন্টি দলের দলের সহ–অধিনায়ক। এর আগে তিনি অনূর্ধ্ব–১৯ ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করেছেন, পাশাপাশি ‘দ্য হান্ড্রেড’–এ নর্দার্ন সুপারচার্জার্স দলকেও নেতৃত্ব দিয়েছেন। গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বাটলার ইনজুরিতে পড়লে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন ব্রুক। ব্রুক তিন ফরম্যাটেই ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য। তার অধিনায়কত্বে প্রথম সিরিজ হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে ২৯ মে থেকে শুরু হবে তিনটি ওয়ানডে ও তিনটি টি–টোয়েন্টি ম্যাচ। এরপর সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড সিরিজ এবং নভেম্বরে নিউজিল্যান্ড সফর রয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি–মার্চে ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ হবে ব্রুকের অধিনায়কত্বে প্রথম আইসিসি টুর্নামেন্ট।