সাদার্ন ভার্সিটির নতুন ট্রেজারার ড. শরীফ আশরাফউজ্জামান

| সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ১০:৩১ পূর্বাহ্ণ

সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রেজারার (কোষাধ্যক্ষ) পদে নিয়োগ পেয়েছেন মেঘনা পেট্রোলিয়ামের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং তেল ও গ্যাস সম্পদ বিষয়ক পরামর্শক ড. শরীফ আশরাফউজ্জামান। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. আব্দুল মতিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গত ৬ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
২০ ফেব্রুয়ারি উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হকের সাথে দেখা করে যোগদান পত্র জমা দেন ড. শরীফ আশরাফউজ্জামান। দায়িত্ব গ্রহণের পরপরই তাঁকে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হকের নেতৃত্বে সাদার্ন ইউনিভার্সিটি পরিবার। এসময় তাঁর সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউএসটিসিতে ১৮০তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধলেখক সৃষ্টিতে প্রকাশনা প্রতিষ্ঠানের বিকল্প নেই