সাদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে মুজিববর্ষের বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে একটি দেয়ালিকা প্রতিযোগিতা সম্প্রতি ভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান। প্রতিযোগিতায় ৯টি দলে মোট ৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক বিজয় সংকর বড়ুয়া। দেয়ালিকার বিষয়বস্তু ছিলো বাংলাদেশ ও স্বাধীনতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর জীবনী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ওমর সায়িফ ও তার দল এবং দ্বিতীয় স্থান লাভ করেন পল্লব দে ও তার দল। প্রেস বিজ্ঞপ্তি।