সাদার্ন ইউনিভার্সিটিতে চলছে তিন দিনব্যাপী ভর্তি মেলা। স্প্রিং সেমিস্টার-২০২২-এ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে গতকাল থেকে শুরু হয়েছে এ মেলা। চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেলা উপলক্ষে ভর্তি ফি-তে ৩০% বিশেষ ছাড় দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এছাড়া বীর মুক্তিযোদ্ধার সন্তান, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানা সুবিধা।
গত বুধবার সকাল ১০টায় ভর্তি মেলার উদ্বোবন করেন উপ-উপাচার্য অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরী ও উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। উপস্থিত ছিলেন কলা, সামাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো আবুল মনসুর চৌধুরী, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ইসরাত জাহান, রেজিস্ট্রার এবং বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস (অ্যাডমিশন অফিস) অথবা সরাসরি ০১৯১১৮৮২৭৬৪, ০১৭১১৩৯৫৯৭৭, ০২৪১৩৮০১০১-১৫। ইউনিভার্সিটির ওয়েবসাইট www.southern.edu.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।