সাদার্ন ইউনিভার্সিটির তৃতীয় আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী গতকাল মঙ্গলবার ইউনিভার্সিটির অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রকৌশলী আশুতোষ নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন প্রতিযোগিতার সমন্বয়ক ও সহকারী অধ্যাপক ড.তাসনিমা জান্নাত, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বিচারক ও মডারেটরবৃন্দ। প্রতিযোগিতায় বিজয়ী ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও রানার্স আপ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেরা বক্তা ইংরেজি বিভাগের উষা বিনতে হোসাইন এবং স্পেশাল মেনশন এওয়ার্ড অর্জনকারী ফার্মেসি বিভাগের অর্ণেক শাওনকে পুরস্কৃত করা হয়। সাদার্ন ইউনিভার্সিটির ডিবেটিং সোসাইটি (এসইউবিডিএস) আয়োজিত দুই মাসব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১২টি দল। পয়েন্ট ভিত্তিক এ প্রতিযোগিতায় এগিয়ে থাকা দলগুলো দ্বিতীয় রাউন্ড, সেমি-ফাইনাল ও ফাইনালে মুখোমুখি হয়। গত ১১ জুন এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল এবং ২১ আগস্ট চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।