সাদার্ন ইউনিভার্সিটির ৬৫তম ট্রাস্টি বোর্ডের সভা গত বুধবার সন্ধ্যায় অনলাইনে অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, ট্রাস্ট ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী ও শফিক উদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. ইসরাত জাহান, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী, আব্দুস সালাম এবং মামুন সালাম। সভার সার্বিক কার্যবিবরণী ও ইউনিভার্সিটির সার্বিক পরিস্থিতি উপস্থিত সদস্যদের সামনে তুলে ধরা হয়। মূল আলোচনায় গত সভার গৃহীত পদক্ষেপ ও প্রস্তাবনার অনুমোদন, ২০২১-২০২২ অর্থবছরের বাজেট, অডিটর নিয়োগ, করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে করণীয়, ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের অসমাপ্ত নির্মাণ কাজের অগ্রগতি এবং ইউনিভার্সিটির সার্বিক মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্যরা করোনাকালীন দুর্যোগ পরিস্থিতিতে সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাদার্ন ইউনিভার্সিটির পাশে থাকার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।