সাদার্ন ইউনিভার্সিটিতে হিউম্যান রিসোর্স ইন ইন্টারন্যাশনাল পারস্পেক্টিভ বিষয়ক কর্মশালা সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরের হল রুমে অনুষ্ঠিত হয়। ব্যবসায় প্রশাসন বিভাগ এবং বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
মূলত: এমবিএ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, চিন্তাভাবনা এবং বিশ্বায়নের দক্ষতা বিকাশ করার উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও হাইডেলবার্গ সিমেন্ট’র হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন(সিপি) মিজানুর রহমান। সহযোগী অধ্যাপক কাজী নাজমুল হুদার সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন বিএসএইচআরএম চট্টগ্রামের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ আহমেদ।
উপস্থিত ছিলেন বিএসএইচআরএমের ফেলো সদস্য জাহিদ হোসেন ভূঁইয়া এবং আরিফুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।











