সাদার্ন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ভর্তি মেলা শুরু

| বুধবার , ৮ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৪৩ পূর্বাহ্ণ

সাদার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টার-২০২১-তে ভর্তিতে আগ্রহীদের জন্য গতকাল থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ভর্তি মেলা। আজ বুধবার পর্যন্ত চলবে এ মেলা। মেলা উপলক্ষে ভর্তিতে বিশেষ ছাড় দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। একই সাথে থাকছে নতুনদের জন্য ক্যাম্পাসে প্রথম দিনটি স্মরণীয় করে রাখতে বিভিন্ন খেলাধুলাসহ সাবেক কৃতী শিক্ষার্থীদের সাথে আড্ডা দেওয়ার সুযোগ।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরে ভর্তি মেলার উদ্বোবন করেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান ও উপ-উপাচার্য অধ্যাপক মো. মহিউদ্দিন চৌধুরী। আরও উপস্থিত ছিলেন কলা, সামাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুজ্জামান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো আবুল মনসুর চৌধুরী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. ইসরাত জাহান এবং বিভিন্ন বিভাগের প্রধানসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শুধুমাত্র মেলা উপলক্ষে ভর্তি ফি-তে নতুনদের জন্য ৩০% এবং পুরাতন শিক্ষার্থীদের জন্য ৫০% ছাড়ে ভর্তির সুযোগ থাকছে। শুধু তা নয় টিউশন ফি-তে ১০০% পর্যন্ত বিশেষ ছাড় (শর্ত প্রযোজ্য) দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাট মোড়ে ফিনলে প্রপার্টিজের নতুন প্রকল্প
পরবর্তী নিবন্ধআটাত্তরে আবুল হায়াত