পাথর চুরিকে কেন্দ্র করে সিলেটের সাদাপাথর এলাকা এখন আলোচনার কেন্দ্রে। সেই আলোচনায় সামিল হলেন ছোট পর্দার চলতি সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নাহার নীহা। এই পর্যটনকেন্দ্রে আগে তোলা ছবি দিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। খবর বাংলানিউজের। সিলেটের সাদাপাথর এলাকার কিছু ছবি পোস্ট করে নাজনীন নীহা লেখেন, ‘সেই দিনগুলো আর নেই সাদাপাথরের মতো হারিয়ে গেছে সময়টাও…। ’ ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে ১৬ হাজারের ওপরে। ছবিতে তাকে দেখা গেছে অ্যাকুয়া নীল ও সাদা রঙের শাড়িতে। খোলা চুলে হালকা মেকআপের সঙ্গে কপালে ছোট্ট কালো টিপ আর হাতে সাদা চুড়িতে তার সাজকে করেছে পরিপূর্ণ। গেল ঈদের নাজনীন নীহার ‘আশিকী’সহ তার অভিনীত একাধিক নাটক আলোচনায় ছিল।