টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় সাদপন্থি নেতা মো. শফিউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আদেশ দিয়েছে গাজীপুরের একটি আদালত। গতকাল রোববার সকাল ১১টায় গাজীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আলমগীর আল মামুন এ রিমান্ড মঞ্জুর করেন বলে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান। তিনি বলেন, আসামির সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার রাতে শরীয়তপুর জেলার পালং থানার স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শফিউল্লাহ রাজধানীর মুগদা বড় মসজিদের খতিব এবং হত্যা মামলা নয় নম্বর আসামি। তার গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী গ্রামে। খবর বিডিনিউজের।
মামলায় বলা হয়েছে, ১৭ ডিসেম্বর রাত থেকে ১৮ ডিসেম্বর ভোর পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
১৯ ডিসেম্বর টঙ্গী পশ্চিম থানায় মাওলানা জুবায়ের অনুসারী ও কিশোরগঞ্জের বাসিন্দা এস এম আলম হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েক শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। এই মামলায় সাদপন্থি মোট চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।