সাত স্বর্ণের বার ও সিগারেটসহ যাত্রী আটক

শাহ আমানত বিমানবন্দর

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ মার্চ, ২০২২ at ৭:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এক যাত্রীকে স্বর্ণের বার ও সিগারেটসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গত সোমবার সকাল পৌনে ৯টার দিকে ইউএস বাংলার একটি ফ্লাইটের যাত্রী মোহাম্মদ আরমান উদ্দিন গ্রিন চ্যানেল অতিক্রমের সময় কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার ও এক হাজার শলাকা সিগারেট জব্দ করেন।
এদিকে গতকাল আটক আরমানের উদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে হওয়া মামলায় পতেঙ্গা থানা পুলিশ তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করেন। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক আরমান হাটহাজারী থানার ধলই গ্রামের ওয়াহিদুল আলী হাজী বাড়ির মৃত মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে বলে পুলিশ জানায়।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আজ (গতকাল) কাস্টমসের শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে মামলাটি করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহামুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শারজাহ থেকে আসা আরমান উদ্দিনকে চ্যালেঞ্জ করে তার ব্যাগ তল্লাশি করে ৭টি স্বর্ণের বার ও এক হাজার শলাকা সিগারেট পাওয়া যায়। তার বিরুদ্ধে চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগোলপাহাড়ে আবাসিক হোটেল ও পতেঙ্গায় বসতঘরে আগুন
পরবর্তী নিবন্ধসিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ