দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। একদিনে আরও ১ হাজার ২৮৫ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। গত সাত সপ্তাহে এটিই দেশে দৈনিক শনাক্ত রোগীর সর্বনিম্ন সংখ্যা। এর আগে গত ১৪ মার্চ ১ হাজার ১৫৯ জন রোগী শনাক্তের তথ্য দিয়েছিল সরকার।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ জনের মৃত্যু হওয়ায় করোনায় মৃতের মোট সংখ্যা ১১ হাজার ৮৭৮ জনে পৌঁছেছে। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৭২ হাজার ১২৭ জন হয়েছে। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরও ২ হাজার ৪৯২ জন গত একদিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৭ লাখ ৬ হাজার ৮৩৩ জন। খবর বিডিনিউজের।
বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে ১৫ কোটি ৬৯ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩২ লাখ ৭১ হাজারের বেশি মানুষের। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে আছে বাংলাদেশ। মৃতের সংখ্যায় রয়েছে ৩৭তম অবস্থানে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৪৩টি ল্যাবে ১৪ হাজার ৭০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৬ লাখ ১৩ হাজার ৯৭৯টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও নারী ১৯ জন। তাদের ৩৫ জন সরকারি হাসপাতালে এবং ১০ জন বেসরকারি হাসপাতালে মারা যান। তাদের মধ্যে ২২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ১২ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ৭ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর, এবং ২ জনের বয়স ১০ বছরের কম ছিল। দেশে এ পর্যন্ত মারা যাওয়া ১১ হাজার ৮৭৮ জনের মধ্যে ৮ হাজার ৯১৫ জন পুরুষ এবং ৩ হাজার ২৬৩ জন নারী।










