কাজ করতে যাওয়ার ছয় মাসের মধ্যে রাশিয়া থেকে ৩৫ বাংলাদেশি কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের অভিযোগ সুস্পষ্ট কারণ ছাড়াই তারাসহ ১২০ জন বাংলাদেশিকে চাকরিচ্যুত করা হয়েছে। জনপ্রতি সাত লাখ টাকা খরচ করে গত জুলাই মাসে রাশিয়া যাওয়া এসব কর্মী প্রতারিত হয়েছেন বলে অভিযোগ তাদের। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। খবর বিডিনিউজের।








