সাত লাখ টাকায় রাশিয়া, ৬ মাসের মাথায় ফিরতে হল ৩৫ জনকে

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১১:৫১ পূর্বাহ্ণ

কাজ করতে যাওয়ার ছয় মাসের মধ্যে রাশিয়া থেকে ৩৫ বাংলাদেশি কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের অভিযোগ সুস্পষ্ট কারণ ছাড়াই তারাসহ ১২০ জন বাংলাদেশিকে চাকরিচ্যুত করা হয়েছে। জনপ্রতি সাত লাখ টাকা খরচ করে গত জুলাই মাসে রাশিয়া যাওয়া এসব কর্মী প্রতারিত হয়েছেন বলে অভিযোগ তাদের। গতকাল রোববার সন্ধ্যা পৌনে ৬টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধদুই দশকে ছন্দানন্দ, বর্ণিল আয়োজন
পরবর্তী নিবন্ধপটিয়ায় ধানের শীষের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটি গঠন