সাত যুদ্ধ থামানোর জন্য সাতটি নোবেল পুরস্কার দাবি ট্রাম্পের

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:২৬ পূর্বাহ্ণ

ভারতপাকিস্তান সংঘাত থামানোর দাবি বেশ কয়েকবারই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।

আবার ট্রাম্প দাবি করলেন ভারতপাকিস্তান যুদ্ধ থামিয়েছেন তিনিই। আর কেবল তাই নয়, ভারতপাকিস্তানসহ বিশ্বে ৭ টি যুদ্ধ থামিয়েছেন দাবি করে এবার ট্রাম্প বলেছেন, প্রতিটির জন্য একটি করে নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য। এনডিটিভি জানায়, শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে এ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, বিশ্ব মঞ্চে আমরা আবারও এমন কিছু করছি যে, আমরা সম্মানিত হচ্ছিএমন মাত্রায়, যা আগে কখনও হয়নি। আমরা শান্তি চুক্তি তৈরি করছি। যুদ্ধ থামাচ্ছি। যেমন: আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যেও। তিনি বলেন, এই ভারতপাকিস্তানের কথাই ভাবুন। জানেন কী ভাবে তাদের যুদ্ধ থামিয়েছি? বাণিজ্যর মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। আমি উভয় নেতাকেই গভীর শ্রদ্ধা করি। কিন্তু যদি আপনি ওই পরিস্থিতিগুলোর দিকে খেয়াল করেন, দেখবেন সব যুদ্ধই আমরা থামিয়েছি। ভারতপাকিস্তান ছাড়াও থাইল্যান্ডকম্বোডিয়া, আর্মেনিয়াআজারবাইজান, কসোভোসার্বিয়া, ইসরায়েলইরান, মিশরইথিওপিয়া, রুয়ান্ডাকঙ্গোর যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন ট্রাম্প।

পূর্ববর্তী নিবন্ধঅভিবাসনবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে ডাচ পুলিশের সংঘর্ষ
পরবর্তী নিবন্ধগাজা সিটিতে ইসরায়েলি হামলা, আরও ৬০ ফিলিস্তিনি নিহত