সাত মাস পর জয়ার কলকাতা মিশন

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৫৫ পূর্বাহ্ণ

ঢাকার জয়া আহসান পশ্চিমবঙ্গেও সমান জনপ্রিয়। যদিও সিডিউল ও সংবাদ বিচারে ওপারেই বেশি ব্যস্ততা তার। ফলে দেশে লকডাউনের ফ্রেমে টানা সাত মাস আটকে থেকেও বিশেষ কোনও কাজ করতে পারেননি এই অভিনেত্রী। এরমধ্যে দেশীয় নির্মাতা পিপলু আর খানের উদ্যোগ আর জয়ার আগ্রহে নাম ঠিক না হওয়া একটা ছবির কাজ করেছেন বটে! যদিও করোনাকালের পুরোটাজুড়ে জয়া আলোচনায় আছেন প্রণবিক ঢাকার আন্দোলনে সোচ্চার থেকে।

এদিকে সেপ্টেম্বরের শেষ ঘনাতেই ঢাকায় বাজলো জয়া আহসানের বিদায় ঘণ্টা। ফিরতে হবে কলকাতায়, সিডিউল খাতা থেকে নামাতে হবে কাজের স্তূপ। কারণ টানা সাত মাসের ঢাকাজীবনে আটকে গেছে কলকাতার বেশ কয়েকটি সিনেমা। অন্যদিকে বাংলাদেশে সবকিছু প্রায় চালু হলেও ভারত এখনও সেভাবে শুরু করেনি।

তবুও কলকাতায় থেমে থাকা কাজগুলো করার পরিকল্পনা করছেন এই তারকা। বিমান চালু হোক আর না হোক, সড়ক পথে হলেও অক্টোবরে শহরটিতে পৌঁছাবেন এই অভিনেত্রী। সব ঠিক থাকলে তিনটি ছবির কাজা শেষ করবেন।

এ অভিনেত্রী বলেন, ‘কলকাতাকে আমি সত্যিই মিস করছি। আশা করছি, অক্টোবরের শুরু থেকেই সেখানে কাজ শুরু করতে পারব। ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবির জন্য সিডিউল দিয়েছি। এতে আমার বিপরীতে আছেন প্রসেনজিৎ চ্যাটার্জি। এরপর শিলাদিত্য মৌলিকের সঙ্গে কাজ করব। এছাড়াও কৌশিক গাঙ্গিুলর ডিরেকশনে ‘অর্ধাঙ্গিনী’র কিছু শুটিং বাকি আছে। সেটাও শেষ করার ইচ্ছে আছে।’

পূর্ববর্তী নিবন্ধআরিয়ানের সঙ্গে প্রথমবার তৌসিফ-সাফা
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশের লক্ষ্য অর্জন করবে