তামিম ইকবাল ক্রিকেটে ফিরবেন কিনা তা নিয়ে গত বেশ কিছুদিন ধরে চলছিল জল্পনা কল্পনা। অবশেষে সব জল্পনা আর কল্পনার অবসান ঘটিয়ে মাঠে ফিরলেন তামিম। কিন্তু দীর্ঘ সাত মাস পর ক্রিকেটে ফিরলেও ফেরাটাকে স্মরণীয় করে রাখতে পারলেননা এই বাঁহাতি ব্যাটার। দীর্ঘদিন পর খেলতে নেমে বড় রান করতে পারেননি তামিম ইকবাল। তবে সিনিয়র ক্রিকেটে অভিষেকে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন যুব দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তিন উইকেট নিয়েছেন রংপুরের পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ। মাত্র কদিন আগে যুব এমিয়া কাপ জিতে এসেছেন আজিজুল হাকিম তামিম। সেখানেও রানের ফোয়ারা ছুটিয়েছেণ এই তরুণ। যার ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি এনসিএল টি–টোয়েন্টিতেও। সিলেটের একাডেমি মাঠে খুলনার বিপক্ষে বৃষ্টি আইনে ১৪ রানে জয় পেয়েছে রাজশাহী বিভাগ। শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৭২ রান করে খুলনা। ওই রান তাড়া করতে নেমে ১৭ ওভার ২ বল খেলে ৩ উইকেটে ১৫৩ রান করে রাজশাহী। এরপর বৃষ্টি নামলে ডিএলএসে জয় পায় তারা। খুলনার হয়ে এই ম্যাচে খেলতে নামেন অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম। দলের পক্ষে সর্বোচ্চ রানও আসে তার ব্যাট থেকে। ৩টি চার ও চারটি ছক্কায় ৩১ বলে ৫৩ রান করে নিহাদ উজ জামানের বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি।
অপরদিকে স্টেডিয়ামের মূল মাঠে চট্টগ্রামের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে রংপুর। শুরুতে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩২ রান করে চট্টগ্রাম। ওই রান তাড়া করতে নেমে ১৯ বল আগেই জয় পায় রংপুর। এ ম্যাচে চট্টগ্রামের হয়ে খেলতে নামেন তামিম ইকবাল। গত মে মাসের পর এই প্রথম মাঠে নামলেন তিনি। যদিও খুব একটা সুবিধা করতে পারেননি। একটি ছক্কা ও একটি চারের সাহায্যে ১০ বলে ১৩ রান করে আউট হয়ে গেছেন তিনি। চট্টগ্রামের হয়ে ২১ বলে সর্বোচ্চ ২৭ রান করেন মুমিনুল হক। রংপুরের হয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে তিন উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ। তামিম এনসিএল টি–টোয়েন্টি চট্টগ্রাম বিভাগের হয়ে আরো কয়েকটি ম্যাচ খেলবেন। এরপর তিনি নামবেন বিপিএলে বরিশালের হয়ে। চট্টগ্রাম বিভাগীয় দল আশা করছে সামনের ম্যাচ গুলোতে স্বরূপে দেখা যাবে তামিমকে।