সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৯:৪৮ অপরাহ্ণ

কক্সবাজার সদরের পিএমখালীতে সাত বছরের এক কন্যা শিশুকে ১০ দিন ধরে ধর্ষণের অভিযোগে নাছির উদ্দীন ওরফে তবলিগ হুজুর নামের একজন নুরানী মাদ্রাসার শিক্ষককে আটক করেছে পুলিশ।

শিশুটির মায়ের লিখিত অভিযোগ পেয়ে আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ ওই লম্পট শিক্ষককে আটক করে।

অভিযুক্ত নাছির মৌলভি পিএমখালীর উত্তর পরানিয়া পাড়া নূরানী মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় কাঁঠালিয়ামুড়া এলাকার মৃত মোজাহের মিয়ার ছেলে।

ধর্ষণের শিকার শিশুটির মা জানিয়েছেন, তার কন্যা মাদ্রাসায় পড়তে গেলে শিক্ষক নাছির উদ্দীন তার কক্ষে নিয়ে গিয়ে ১০ দিন ধরে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা প্রকাশ করায় অভিযুক্ত শিক্ষক নাছির উদ্দীন ও তার স্বজনরা ধর্ষণের শিকার শিশুটির বাবা ও চাচার ওপরও হামলা করে। পরে ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিলে আজ বুধবার সকালে পুলিশ ওই শিক্ষককে আটক করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মুনীরুল গিয়াস জানিয়েছেন, অভিযুক্ত শিক্ষক নাছির উদ্দীনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

এদিকে, শিক্ষক কর্তৃক অবুঝ শিশুকে ধর্ষণের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ওই মাদ্রাসা শিক্ষকের ফাঁসি দাবি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধঘুষ দেননি তাই প্রতিমন্ত্রীর জমিও রেজিস্ট্রি হয়নি
পরবর্তী নিবন্ধঢাবির সাড়ে ২৮ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষা দেবেন চবিতে