সাত পাকে বাঁধা পড়বেন সুনীল কন্যা!

| বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:৪৬ পূর্বাহ্ণ

বলিউড অভিনেতা সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি ও ভারতীয় জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান কে এল রাহুল তিন বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন। শুধু তাই নয়, শোনা যাচ্ছে তারা মুম্বাইয়ে লিভ ইন রিলেশনেও রয়েছেন। কিন্তু কবে বিয়ের পিঁড়িতে বসবেন আথিয়া-রাহুল জুটি? সেই নিয়েই চলছে নানান জল্পনা-কল্পনা। গুঞ্জন উঠছে, আসছে ডিসেম্বর কিংবা জানুয়ারির শুরুতেই চার হাত এক হবে আথিয়া-রাহুলের। যদিও তাদের কিংবা তাদের পরিবারের পক্ষ থেকে এখনো চূড়ান্ত কোন ঘোষণা আসেনি। খবর বাংলানিউজের। এর আগে সুনীল শেঠি জানিয়েছিলেন, যেভাবে বাচ্চারা ঠিক করবে, সেভাবেই বিয়ে হবে। একদিনে তো আর বিয়ে হবে না! তবে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে, ইতোমধ্যেই নাকি আথিয়া-রাহুল জুটির বিয়ের ভেন্যুও নির্ধারিত হয়ে গেছে। জানা যায়, দেশের বাইরে কিংবা লাক্সারি কোন হোটেলে নয়। বরং দু’জনে সাত পাকে বাঁধা পড়বেন সুনীল শেঠির খাণ্ডালার বাংলো ‘জাহান’-এ। ইতোমধ্যেই ওয়েডিং প্ল্যানাররা সেই বাংলো গিয়ে ঘুরেও দেখেছেন।

পূর্ববর্তী নিবন্ধ‘সোজন বাদিয়ার ঘাট’ নির্মাণ করবেন তানভীর মোকাম্মেল
পরবর্তী নিবন্ধ‘জীবন পাখি’র টাইটেল গানে অংকন