সাত চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় সরগরম বাহারছড়া

ইউপির উপনির্বাচন

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনকে সামনে রেখে চলছে বিরামহীন প্রচারপ্রচারণা। কে হচ্ছে আগামী দিনের জনপ্রতিনিধি, কোন প্রার্থীর চেয়ে কোন প্রার্থী ভাল, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব প্রতিপত্তি কার বেশিএরকম নানা ধরনের কথামালায় সরগরম বাহারছড়ার প্রতিটি দোকানপাঠের আসর। এদিকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং, পোলিং ও অন্যান্য কর্মকর্তাদের গতকাল মঙ্গলবার প্রশিক্ষণ প্রদান করা হয় ।

আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন এম. বখতেয়ার উদ্দিন চৌধুরী (টেবিল ফ্যান), মোহাম্মদ জসীম উদ্দিন (আনারস), মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী (অটোরিকশা), দেলোয়ার আজিম (টেলিফোন), মোহাম্মদ নাছির উদ্দিন খান (ঢোল), মামুনুর রশীদ চৌধুরী (মোটরসাইকেল), সাদুর রশিদ চৌধুরী (চশমা)

জানা যায়, উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও প্রার্থী জয়নাল আবেদীন ঝুন্টু ও তৌহিদুল ইসলাম সিকদারের প্রার্থিতা বাতিল করে কমিশন। অপরদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে বাহারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আলী চৌধুরী টিপু এবং বিএনপি নেতা মোহাম্মদ ওসমান স্বেচ্ছায় মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। নির্বাচনে ১০টি ভোটকেন্দ্রে ৩১ হাজার ২৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে সকল কার্যক্রম চলমান রয়েছে। বাতিল প্রার্থীর মধ্যে কেউ মনোনয়ন ফিরে পায়নি এখনও পর্যন্ত। প্রতীক পেয়ে সকল প্রার্থী নিজেদের সমর্থনে প্রচারপ্রচারনা চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম গত বছরের ২৫ সেপ্টেম্বর ইন্তোকাল করেন। সেখানে বর্তমানে প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ। আগামী ৯ মার্চ এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধরোজায় ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সেই জুট মিলও নেই, সেই কোলাহলও নেই