চট্টগ্রাম টেস্টে সফরকারী পাকিস্তানের বিপক্ষে বল হাতে উজ্জ্বল টাইগার স্পিনার তাইজুল ইসলাম। বল হাতে পাকিস্তানের সাতটি উইকেট তুলে নেন তিনি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে এটাই সেরা বোলিংয়ের রেকর্ড। শুধু চলমান টেস্ট নয়, সবশেষ টেস্টেও পাল্লেকেল্লেতে শ্রীলংকার বিপক্ষে বল হাতে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এবার পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলতে নেমেও দেখালেন বাজিমাত। বাংলাদেশের হয়ে একাধিকবার ইনিংসে ৭ বা তার বেশি উইকেট নেওয়ার প্রথম কীর্তিও গড়েন তাইজুল। টেস্টে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডও তার দখলে। ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে নিয়েছিলেন ৩৯ রানে ৮ উইকেট। সর্বশেষ গত এপ্রিল-মে’তে শ্রীলংকার বিপক্ষে খেলার পর তাইজুলকে আর মাঠে দেখা যায়নি। দুর্দান্ত এই টেস্ট স্পেশালিস্টকে অবশ্য রাখা হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। তবে একাদশে থাকা হয়নি তার। টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে অবশ্য তাইজুল থাকা না থাকা নিয়ে ভাবেন না। তাকে অপেক্ষা করে যেতে হয় টেস্টের জন্য। আর সুযোগ পেলেই আগুনঝরা বোলিংয়ে কুপোকাত করেন প্রতিপক্ষকে। ঠিক যেমন পাকিস্তানের বিপক্ষে বল হাতে আলো ছড়িয়েছেন তাইজুল।
গত বছর তার সময় কেটেছে বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করে। সীমিত ওভারের ক্রিকেটে কার্যকারিতা বাড়াতে সেই সময়ের স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটোরির পরামর্শে অ্যাকশন বদলে ফেলেন তাইজুল। সেই অ্যাকশনে অনেক অনুশীলনের পরও স্বস্তি পাননি। গত বছরের নভেম্বরে আরেক দফায় পরিবর্তন আনেন অ্যাকশনে। নতুন অ্যাকশন নিয়ে গবেষণা চলে তার পরীক্ষাগারে। সেটিও কার্যকর হয়নি। পরে তিনি ফিরে যান আগের সহজাত অ্যাকশনে। তাতে ফিরে পান নিজেকেও। এই টেস্ট বা শ্রীলংকার বিপক্ষে ওই টেস্টের আগে গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দুই ইনিংসে নিয়েছিলেন ৪টি করে উইকেট। সব মিলিয়ে এ বছর ৫ টেস্টে ২৭ উইকেট হয়ে গেল তার।