সাত অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৭ জুলাই, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

চসিকের উদ্যোগে গতকাল বুধবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে বায়েজিদ হতে অঙিজেন সড়ক ও জনপথ বিভাগের স্টাফ কোয়ার্টারের পাশ দিয়ে শহীদ আবদুর রব সড়ক পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের জায়গা থেকে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানকালে সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু উপস্থিত ছিলেন। অভিযানে চসিক সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, র‌্যাব, সিএমপি, বায়েজিদ থানা পুলিশ ও ৩১ আনসার ব্যাটালিয়ন সদস্যরা সহায়তা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধবাল্যবিয়ে বন্ধে কাজ করতে হবে
পরবর্তী নিবন্ধইউসিটিসিতে অটাম সেমিস্টারের ওরিয়েন্টেশন