চন্দনাইশে ৭টি গরু লুটের পর গুলি ছুড়ে পালিয়েছে ডাকাত দল। গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব নাছির মোহাম্মদ পাড়া ফরেস্ট বিট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি সংঘবদ্ধ ডাকাতদল গভীর রাতে একটি নোয়া ও জিপ নিয়ে ফরেস্ট বিট সংলগ্ন এলাকায় হানা দেয়। এ সময় তারা এলাকার ৩টি গোয়াল ঘর থেকে মোট ৭টি গরু জিপে তুলে নেয়। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে এগিয়ে আসে। তখন ডাকাত দল গুলি ছুড়লে এলাকাবাসীরা আর সামনে এগুতে পারেনি। ডাকাত দল গরুগুলো নিয়ে এক প্রকার ফিল্মি স্টাইলে পালিয়ে যায়। ঘটনার পরপর খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে গেলেও ডাকাতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশ দুলাল দে ও স্থানীয় বাসিন্দা মো. ইয়াছিন জানান, ডাকাতদল হানা দিয়ে এলাকার মৃত ইসমাইলের পুত্র আবদুলের গোয়ালঘর থেকে ৩টি গাভী ও ১টি বাচুর, মৃত নুরুচ্ছফার পুত্র লোকমানের গোয়াল ঘর থেকে ১টি গাভী, ১টি বাচুর এবং সাঁছি মিয়ার পুত্র মান্নানের গোয়াল ঘর থেকে ১টি বাচুর নিয়ে যায়। নিয়ে যাওয়া গরুগুলোর আনুমানিক মুল্য ৫ লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গরু নিয়ে যাওয়ার খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনাস্থল থেকে ১টি গুলির খোসা উদ্ধার করে। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে পুলিশ নিয়ে যাওয়া গরু উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি।